নিহাল পল্লি মূলত ফেনী জেলার অন্তর্গত ঢাকা চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া নামক স্থানের কসকা বাজারে খুব কাছেই অবস্থিত। ফেনী শহর থেকে খুব সহজেই  মাত্র ২০ মিনিটেই এই নিহাল পল্লি আসা যায়।

ফেনী থেকে রিজার্ভ সি এন জি সরাসরি অথবা লোকাল বাসে করে  নিহাল পল্লি আসা যায় । ফেনীর মহিপাল থেকে যদি সরাসরি সি এন জি তে আসেন তাহলে ভাড়া পড়বে ১৫০-২০০ টাকা। লোকাল বাসে যেতে চাইলে ফেনীর মহিপাল থেকে লোকাল বাস পেয়ে যাবেন । বাসে ভাড়া পড়বে জনপতি ৩০-৪০ টাকা আপনাদেরকে নামিয়ে দিবে লেমুয়ার কষকা বাজারে। কষকা বাজার থেকে নিহাল পল্লি যাওয়ার জন্য লোকাল অটো পেয়ে যাবেন ভাড়া নিবে ২০ টাকা ।