ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা , গাজীপুর

 

ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা , গাজীপুর(

Bhawal Resort and spa) .

বর্তমানে ঢাকার খুব কাছেই  গাজীপুরে গড়ে উঠেছে বেশ কিছু রিসোর্ট সুন্দর, নিরিবিলিপরিচ্ছন্ন  আর গ্রামীন পরিবেশ হওয়ায় রিসোর্টগুলো জনপ্রিয়তাও পেয়েছে বেশ তেমনই একটি রিসোর্ট ভাওয়াল রিসোর্ট এন্ড স্পা .নীল পানির বিশাল সুইমিংপুলের জন্যএটি খুব বিখ্যাত । এতো বড় এবং  সুন্দর সুইমিং পুল বাংলাদেশের রিসোর্টগুলোতে সচরাচর  সাধারণত চোখে পড়ে না। শালবনের ঠিক ভেতরে এমন নয়নাভিরাম রিসোর্ট প্রাণ একদম জুড়িয়ে দেয়। প্রায় ৬০ একরের ছিমছাম, পরিচ্ছন্ন এবং  সাজানো রিসোর্টটি হানিমুনের জন্য একটি  আদর্শ জায়গা

কি কি পাবেন?

এই রিসোর্টের  সুইমিং পুলকে কেন্দ্র করে আলাদা ৫টি জোনে অর্থাৎ মোট ৬১টি কটেজ আছে । প্রত্যেকটি  কটেজের দৃষ্টিনন্দন স্থাপত্য আপনাকে অবশ্যই   মুগ্ধ করবে । আছে শিশুদের জন্য খেলার জায়গা, জাকুজ্জি, জিম, ,স্পা এবং  বিশাল রেস্টুরেন্ট ।

কেমন খরচ  ?

রিসোর্টের  মধ্যে  তিন ধরণের কটেজ আছে । এগুলোতেসাধারণত  প্রতিরাতে ভাড়া ১২৮০০-২৪০০০ টাকা । মনে রাখা উচিত  ছুটির দিন ছাড়া বুকিং দিলে ৩-৪ হাজার টাকার মত  ছাড় পাওয়া যায় ।

বিস্তারিত ভাড়া জানতে ক্লিক করুন

https://live.ipms247.com/booking/book-rooms-bhawalresortltd

 

কিভাবে যাবেন?

ঢাকা থেকে ময়মনসিংহ  মহাসড়ক ধরে  ভাওয়াল জাতীয় উদ্যান পেরিয়ে ঠিক  মেম্বারবাড়ী এলাকায় নেমে যাবেন । ঐখান থেকে পাঁচ পীরের মাজার সড়ক দিয়ে  তিন কিলোমিটার দূরে নলজাহনি গ্রামে গেলেই পেয়ে যাবেন ভাওয়াল রিসোর্ট ।

ফোনঃ01871004007

ওয়েবসাইটঃ https://www.bhawalresort.com/

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ