পদ্মা রিসোর্ট ( padma resort)

 

পদ্মা রিসোর্ট ( padma resort)

নাগরিক জীবনের ব্যস্ততা ও বিষন্ন এই সময় থেকে একটু হাফ ছেড়ে বাঁচতে অনেকেই প্রকৃতির সান্নিধ্যে যেতে ব্যাকুল হয়ে পড়েন। যাদের হাতে সময় নেই কিন্তু ঢাকার আশেপাশে ঘুরে আসতে চাচ্ছেন তাদের কথা চিন্তা করেই ঢাকা থেকে মাত্র 50 কিলোমিটার দূরে মুন্সিগঞ্জের লৌহগঞ্জ উপজেলায় ঠিক পদ্মা নদীর পাড়েই গড়ে  তোলা হয়েছে নয়নাভিরাম একটি রিসোর্ট, যার নাম পদ্মা রিসোর্ট।

সাপ্তাহিক ছুটি বা যে কোন ছুটির দিনে গ্রামীণ পরিবেশে সময় কাটাতে চাইলে এই রিসোর্ট হতে পারে আপনার জন্য আদর্শ রিসোর্ট। পরিবার-পরিজন বা প্রিয়জন নিয়ে ঢাকার  আশেপাশে থেকে একদিনে ঘুরে আসার জন্য আপনার পছন্দের জায়গা হতে পারে এই পদ্মা রিসোর্ট। 

পদ্মা রিসোর্টে আছে মোট ১৬ টি ডুপ্লেক্স বাড়ি বা কটেজ  ।প্রতিটি কটেজেই রয়েছে একটি বড় বেডরুম,   দুইটি  সিঙ্গেল বেড রুম ও একটি ড্রয়িং রুম। সাথে রয়েছে দুটি ব্যালকনি  ও একটি ওয়াশরুম। বাস এবং তাল গাছের কাঠ দিয়ে প্রতিটি কটেজে ৮ জন করে থাকা যায়। কটেজ  গুলো সাজানো গুছানো এবং খুবই পরিস্কার। বর্ষাকালে কটেজ গুলোকে পানির মধ্যে সাজানো দ্বীপের মতো মনে হয় আর শীতকালে দেখা যায় নানারকম ফুলের বাহার।  এইখানে ১২ টি কটেজের নামকরণ করা হয়েছে বাংলা ১২ মাসের নাম অনুযায়ী। আর বাকি ৪ টি কটেজের নামকরণ করা হয়েছে বাংলা ৪ টি  ঋতুর নামে।একটু নিরিবিলি থাকতে চাইলে বাংলা মাসের নামে ঐ পশ্চিমের  কটেজ গুলিতে থাকতে পারেন।

কি কি আছে  পদ্মা রিসোর্টে? 

কটেজের ঠিক বাহিরে পদ্মার সৌন্দর্য দেখার জন্য বিচ চেয়ারে বসে সময় কাটাতে পারেন।অথবা ঘোরায় করে ঘুরে বেরাতে পারেন।এছাড়া এইখানে ফুটবল, বলিবল ইত্যাদি খেলার বেবস্থা আছে।

নৌকায় ভ্রমণ  করতে চাইলে এইখানে বিভিন্ন ছোট বড় নৌকার বেবস্থা আছে এইখানে। রাবার বোট, স্পিডবোট এ ঘুরে আসতে পারেন পদ্মার বুকে। অথবা ফিসিং বোটে করে চলে যেতে  পারেন মাছ শিকারে।

পদ্মা রিসোর্ট যাওয়ার উপায়?

ঢাকার গুলিস্তান থেকে ইলিশ অথবা গাংচিল পরিবহনে করে লৌহজং যেতে হবে। ভাড়া পরবে জনপতি ৮০ টাকার মত।আর যদি মিরপুর,শাহবাগ অথবা ফারমগেইট থেকে যেতে চান তাহলে আপানার উঠতে হবে স্বাধীন পরিবহনে এ। তাহলে বাস আপনাকে  লৌহজং নামিয়ে দিবে

আবার গুলিস্তান থেকে গ্রেট বিক্রমপুর বাসে চড়ে মাওয়া ফেরিঘাট এসে লৌহজং রাস্তার মোড় দিয়ে ১৫ মিনিট অটোতে করে গেলেই পৌছে যাবেন পদ্মা রিসোর্টে।আর নিজে গাড়ি নিয়ে গেলে যাত্রাপথে দুটো জায়গায় ট্রল দিতে হবে। খরচ হবে ৬০ টাকার মত।গাড়ি  পারকিং করার জন্য লৌহজং থানার সামনে নামতে হবে। লৌহজং থানার কাছে ইঞ্জিন চালিত বোট পাওয়া যায়। মাত্র ৫০ টাকা ট্রলার ভাড়া দিয়ে চলে যেতে  পারেন পদ্মা 

রিসোর্ট।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ