বলিয়াদী জমিদার বাড়ি(Baliadi jamidar bari)


 বলিয়াদী জমিদার বাড়ি(Baliadi jamidar bari)

গাজিপুর জেলার কালিয়াকৈর উপজেলার বলিয়াদী ইউনিয়ন এ ৪০০ বছরের পুরনো ঐতিহ্যবাহি বাংলাদেশের  অন্যতম পত্নতাত্তিক নিদর্শন এই বলিয়াদী জমিদার বাড়ি অঅবস্থিত । প্রায় ১৬১২ খিস্তাব্দে মুঘল সম্রাট জাহাঙ্গীর এর আদেশে প্রতিষ্ঠিত বলিয়াদী  এস্টেটের প্রথম কর্ণধার  ছিলেন ইসলাম এর প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিকী (রাঃ) এর বংশধর কুতুবউদ্দিন সিদ্দিক এর পুত্র সাদ উদ্দিন সিদ্দিক। 

এখন এই বলিয়াদী  এস্টেটের মোতাওয়াল্লি চৌধুরী তানভির আহমদ সিদ্দিকী। তিনি খলিফা আবু বকরের ৩৭ তম বংশধর। বলিয়াদী জমিদার বাড়ি ঘুরে দেখার মত একটি ভালো জায়গা। 

কিভাবে যাবেন? 

ঢাকার মহাখালী কিংবা অন্য যেকোনো স্থান থেকে টাংগাইলগামি যেকোনো বাসে চড়ে কালিয়াকৈর বাইপাস নেমে সি এন জি বা রিকশা দিয়ে বলিয়াদী জমিদার বাড়ি পৌছাতে পারবেন।এছাড়া রাজধানী পরিবহনের বাস এয়ারপোর্ট ও উত্তরা হয়ে কালিয়াকৈর এর পথে চলাচল করে।রাজধানী পরিবহনের বাসে চড়ে বলিয়াদী জমিদার বাড়ি ও স্রিফলতলি জমিদার বাড়ি ঘুরতে পারেন।

আবার গাবতলি বাস স্ট্যান্ড থেকে মমিতা, ঠিকানাঅ ইতিহাস পরিবহনের বাসে করে গাজিপুরের চন্দ্রা নামক জায়গায় নেমে কালিয়াকৈর বাস স্ট্যান্ড এসে  অইখান থেকে রিকশা নিয়ে বলিয়াদী জমিদার বাড়ি যেতে পারেন।

কোথায় খাবেন? 

কালিয়াকৈর বাইপাস এর কাছে অবস্থিত ঘরোয়া রেস্তোরাঁর খাবারের মান অনেক ভাল। এছাড়া  চাইলে ঢাকা থেকে খাবার নিয়ে যেতে  পারেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ