Dibir haor sylhet | ডিবির হাওর জৈন্তাপুর | ডিবির হাওর সিলেট | শাপলা বিল ...



Dibir haor sylhet |
ডিবির হাওর জৈন্তাপুর | ডিবির হাওর সিলেট | শাপলা বিল সিলেট | Shapla Bil sylhet

ডিবির হাওর বা শাপলার লেক সিলেটের জৈন্তাপুর উপজেলায় অবস্থিত একটি  হাওড় । এটি অনেকের কাছে লাল শাপলার বিলনামে পরিচিত। এখানে আছে ডিবি বিল, ইয়াম বিল, হরফকাট বিল এবং কেন্দ্রীবিল।  বিলগুলোকে একত্র করেই নাম করা হয়েছে এই ডিবির হাওর। এই  বিলের আয়তন প্রায় ৯০০ একর বা .৬৪ বর্গকিমিঃ। এই চারটি বিলের অবস্থান বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী একদম মেঘালয় এর পাহাড়ের পাদদেশে। এই বিলগুলো রূপ নিয়েছে শাপলার রাজ্যে। বিলে ফুটে থাকে অজস্র লাল শাপলা ফুল। ডিবির হাওরের মুল আকর্ষণ  হলো হাওরের পারেই পাহাড়ের সারি। এই বিলে আগে কোনো শাপলাই ছিল না। প্রায় ৩০ বছর আগে সীমান্তের ঐইপারে খাসিয়া সম্প্রদায় লাল শাপলা দিয়ে সবসময় পূজা-অর্চনা করত। তখন  এই খাসিয়া পরিবার এই ডিবি বিলে লাল  শাপলার চারা রোপণ করেন তাদের পূজা-অর্চনায় ফুলের চাহিদা মেটাতে। তখন থেকে  এই ডিবি বিলে পরিপূর্ণ হয়ে পড়ে লাল শাপলায়। চারটি বিলের প্রায় ৭০০ একর জায়গা এই লাল শাপলা দখল করে আছে। জৈন্তা রাজ্যের রাজা রাম সিংহকে এই হাওরে ডুবিয়ে মারা হয়েছিলো। এইজন্য স্মৃতিতেই নির্মিত দুইশত বছরের পুরাতন একটি মন্দিরও আছে এই জায়গায়। প্রতিবছর অসংখ্য অথিতি পাখি আসে এই ডিবির হাওরে। এর মধ্যে রয়েছে বালিহাঁস পাতিসরালি, পানকৌড়ি, সাদাবক এবং  জল ময়ুরী।

🔰 যাওয়ার উপায়:  

 সিলেট শহর থেকে বাস দিয়ে অথবা সিএনজি রিজার্ভ করে আসতে পারেন শাপলার বিল।যদি বাসে করে যান তাহলে আপনাকে সিলেটের জৈন্তাপুর উপজেলায় নামতে হবে। সেখান থেকে টমটম অথবা অটো রিক্সা নিয়ে মাত্র ১৫-২০ মিনিটেই পৌঁছে যাবেন ডিবির হাওরে। রিজার্ভ টমটম ভাড়া নিবে ১০০টাকার মতো। সিলেট শহর থেকে জৈন্তাপুর বাজার বাস ভাড়া ৭০-৮০ টাকা

রিজার্ভ সিএনজি ভাড়া ১৫০০-১৮০০ টাকা। অবশ্যই দরদাম করে নিবেন। এছাড়াও সিলেট বন্দর বাজার থেকে জাফলং গামী অনেক লেগুনা পাওয়া যায় ,ভাড়া পড়বে ৬০ টাকা। তবে লেগুনাইয় আসলে আপনাকে জৈন্তাপুর বাজারে নেমে যেতে হবে।

🔰 নৌকা ভাড়া:    

শাপলার বিল ঘুরে দেখার জন্য নৌকা ভাড়া নিবে রিজার্ভ ৪০০টাকা, ঘন্টা, ৬জন উঠতে পারবেন। যদি  ১ঘন্টা পার হয় তবে পরের প্রতি ঘন্টার জন্য ২০০টাকা করে নিবে।এই  শাপলার বিলের আশেপাশে তেমন কোন রেস্টুরেন্ট খাবার দাবারের তেমন ভালো কোন ব্যবস্থা নেই। সবচেয়ে ভালো হয় সাথে করে কিছু খাবার এবং পানি নিয়ে গেলে। বন্ধু বান্ধব,সমবয়সী, পরিবার কিংবা প্রিয় মানুষটিকে নিয়ে ঘুরে আসতে পারেন শাপলার রাজ্য সিলেটে।

📞আর কোন সমস্যায় পড়লে টুরিস্ট পুলিশ হেল্পলাইন 01769690740 

   

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ