Jaflong | জাফলং | যাওয়ার উপায়, হোটেল, খরচ, ট্যুর প্ল্যান ও টিপস | Sylhet...


Jaflong Sylhet Bangladesh Tour Guide :
জাফলং যাওয়ার উপায়, হোটেল, খরচ, কি দেখবেন এবং ট্যুর প্ল্যান

 জাফলং সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলায় অবস্থিত । বাংলাদেশের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান। পাথরের উপর দিয়ে বয়ে চলা পিয়াইন নদীর স্বচ্ছ পানির ধারা, পাহাড় চা বাগান ,ঝুলন্ত ব্রিজ এইগুলি নিয়ে জাফলং সিলেটের অন্যান্য দর্শনীয় স্থান হতে বিশেষ গুরুত্ব পেয়েছে। সিলেটের  ভ্রমণ নিয়ে আমরা এই পর্বে জানাবো জাফলং কি দেখবেন, কোথায় খাবেন, কোথায় থাকবেন,যাওয়ার উপায়, খরচ ট্যুর প্ল্যান সহ একটি পুরনাঙ্গ ভ্রমণ নির্দেশনা।   

জাফলং ট্যুর প্ল্যান |

JAFLONG SYLHET TOUR PLAN

জাফলং জিরো পয়েন্ট - Jaflong Zero Point

জাফলং মায়াবী ঝর্ণা - Jaflong Jhorna / Waterfall সংগ্রামপুঞ্জী

শাহ পরান মাজার - Shah Poran Mazar

শাহ জালাল মাজার - Shahjalal Mazar

সাত রঙ চা - Sat Rong Cha

চা বাগান - Tea Garden

শ্রীপুর চা বাগান - Sripur Tea Garden

ডিবির হাওর শাপলা বিল - Dibir Haor (অক্টোবর - জানুয়ারী বেস্ট টাইম)

লালাখাল - Lalakhal (শীতকালে বেস্ট টাইম)

আগুন পাহাড় - Agun Pahar

 

সিলেট হোটেল রিসোর্ট | SYLHET HOTEL RESORT COST

সিলেটের দরগা গেট হতে আম্বরখানা, তালতলা, লামাবাজার ও কদমতলী পর্যন্ত বিভিন্ন মানের আবাসিক হোটেল আছে। যদি কম খরচে থাকতে চান তাহলে দরগা গেট এলাকায় ৫০০-১০০০ টাকা মানের অনেক হোটেল পাবেন। ভালো মানের হোটেল গুলোর মধ্যে রয়েছে লা ভিস্তা হোটেল, পানসি ইন, হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল, ব্রিটানিয়া হোটেল, হোটেল হলি গেইট, হলি ইন, নিরভানা ইন, হোটেল নূরজাহান গ্র্যান্ড ইত্যাদি।  এসব হোটেলে থাকতে আপনাদের খরচ হবে ,০০০ থেকে ১০,০০০ টাকা ।যদি লাক্সারী মানের হোটেল রিসোর্টে থাকতে চান তাহলে রোজ ভিউ হোটেল, নাজিমগর রিসোর্ট, গ্র্যান্ড প্যালেস এই হোটেলগুলোতে থাকতে পারেন। এইখানে প্রতি রাতের জন্যে আপনাদের খরচ হবে ,০০০ থেকে ৩০,০০০ টাকা্।

Sylhet Hotel List with Room Price and Booking Info: https://vromonguide.com/hotels-resort...

 

ঢাকা থেকে সিলেট | DHAKA TO SYLHET

 ঢাকার গাবতলী, সায়েদাবাদ, ফকিরাপুল, মহাখালী বাস টার্মিনাল থেকে সিলেটগামী এই বাসগুলো ছেড়ে যায় ৷ শ্যামলি, হানিফ, এনা লন্ডন এক্সপ্রেস ,গ্রীন লাইন, সৌদিয়াএই বাসগুলো ঢাকা সিলেট রুটে চলাচল করে। নন-এসি বাস ভাড়া ৫৫০-৫৭০ টাকা এবং এসি  বাসের ভাড়া ১২০০ থেকে ১৪০০ টাকা।

ট্রেনে ভ্রমনঃ

ঢাকা থেকে সিলেট ট্রেন ভাড়া শ্রেণী অনুযায়ী ৩২০ থেকে ১১৪৯ টাকা।

 

সিলেট থেকে জাফলং | SYLHET TO JAFLONG

বাসে যেতে চাইলে জাফলংগামী বাস ছাড়ে কদমতলী থেকে। লোকাল বাস ভাড়া রাখবে জনপ্রতি ৭০ টাকা গেইটলক বিরতীহীন বাস ভাড়া ১০০ টাকা। যদি রিজার্ভ গাড়িতে যেতে চান তাহলে সিএনজি, লেগুনা বা মাইক্রোবাস পাবেন বন্দরবাজার শিশুপার্কের সামনে থেকে। জাফলং যাওয়া-আসা সহ সারাদিনের জন্যে সিএনজি ভাড়া লাগবে আনুমানিক ১২০০ থেকে ১৫০০ টাকাব ও লেগুনা ২০০০-২৫০০ টাকা ও মাইক্রোবাস রিজার্ভ নিলে ভাড়া নিবে ৩০০০ থেকে ৫০০০ টাকা।

সিলেট লেগুনা ভাড়া করতে যোগাযোগ করুন  01738 477040 (সাজু)  

বাজেট ট্যুর পরামর্শ | Jaflong Budget Tour and Tips

 -১০ জন মিলে অথবা ৪- জন বা গ্রুপ করে বেড়াতে যান তাহলে খরচ কমানোর অনেক গুলো সুযোগ তৈরি করা যায়। যেমন, হোটেলে থাকার ক্ষেত্রে একটু দরদাম করে মোটামুটি মধ্যম মানের হোটেলে শেয়ার করে থাকুন। খাওয়া দাওয়া সবাই মিলে শেয়ার করে খান। ট্রেনের শোভন চেয়ারে গেলে অথবা নন এসি বাস যাতায়াত খরচ কমে যাবে। আর ছুটির দিন বা পিক সিজন ছাড়া এইখানে গেলে অনেক কিছুতেই ছাড় পাওয়া যাবে।  খরচের হিসেব করলে ঢাকা থেকে দিনের প্ল্যানে - জন মিলে গেলে খরচ হবে জনপ্রতি ১৫০০-১৮০০ টাকা

 সিলেটের সকল দর্শনীয় স্থানঃ https://youtu.be/NqF4SvscNSI

জাফলং ভ্রমণ নিয়ে যে কোন প্রশ্ন মতামত জানাতে ভিডিওর নিচে কমেন্টে আপনা বক্তব্য লিখুন।

 

💬 For Sponsorship & Brand Collaboration 👉 samirul.shakil@gmail.com

সিলেটের জাফলং ভ্রমণ নিয়ে আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিয়ে সবার সাথে শেয়ার করুন।

#jaflong  #জাফলং  #shylet

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ