Wonderland Amusement Park । Cherry ful🌸and snowfall feel মাত্র ১০০টাকায়...



যারা ঢাকার কাছে পরিবার পরিজন কিংবা বন্ধু নিয়ে ঘুরতে যেতে চান তাদের জন্য এই ওয়ান্ডারল‍‍্যান্ড এ্যামুজমেন্ট পার্ক টি হতে পারে সে আদর্শ জায়গা বিশেষ করে আপনার আদরের সন্তানের মানসিক বিকাশের জন্য অনেক টা উপযুক্ত। কেননা এখানে বাচ্চাদের বিনোদনের জন্য রয়েছে অনেক মজাদার রাইড। এটি কিন্তু ঢাকার বাড্ডায় অবস্থিত।

 

কীভাবে যাবেন: ঢাকার যেকোনো জায়গা থেকে চলে আসুন বাড্ডার নতুন বাজার। এখানে আসলে আপনারা অটোরিক্সা পেয়ে যাবেন উনাদের বললেই আপনাকে নিয়ে চলে যাবে ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্কে ভাড়া নিবে ৫০-৬০ টাকা।

ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক টিকিট মূল্য:

oজনপ্রতি ১০০ টাকা করে তবে

oপাঁচ বছরের নিচে বাচ্চাদের কোনো প্রকার টিকিট লাগবেনা।

ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক সময়সূচি:-

সপ্তাহের সাতদিনই সকাল ১০ টা থেকে রাত পর্যন্ত খোলা থাকে। সাপ্তাহিক কোনো বন্ধ নেই। তায় যেকোনো দিন চলে আসুন ওয়ান্ডারল্যান্ড অ্যামিউজমেন্ট পার্ক ঘুরতে।

https://youtu.be/-BDDV--MrSk


 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ