নাটোর, সুন্দরয ও ঐতিহ্যে ভরা ছোট্ট এই শহর নাটোর। 

নাটোর জেলার জনপ্রিয় ভ্রমণ স্থান গুলো হলো, উত্তরা গণভবননাটোর রাজবাড়ী, দয়ারামপুর জমিদার বাড়ি, চলন বিল, চলনবিল জাদুঘর, হালতি বিল, লালপুরের পদ্মার চর, বুধপাড়া কালীমন্দির ধরাইল জমিদার বাড়িএইসব স্থানগুলো ভ্রমণ করার জন্য পর্যটক দের অন্তত ১ দিন নাটরে অবস্থান করতে হয়।নাটোরে থাকার জন্য ভি আই পি মানের হোটেল না থাকলেও নাটোরে মোটামুটি মানের কতগুলো আবাসিক হোটেল বোডিং রয়েছে।

কোথায় থাকবেন

হোটেল মিল্লাতঃ

নাটোর বাইপাস থেকে মাত্র ৫ মিনিট রিকসায় গেলে নাটোর শহরের  কেন্দস্থলে মাদ্রাসা মোড়ে এই হোটেলটি অবস্থিত।এই হোটেলটি মোটামুটি মধ্যম মানের।

হোটেল মিল্লাত যোগাযোগঃ০১৭১১৭০৩৩৪৬

 

 

  হোটেল ভি আই পিঃ নাটোর বাইপাস থেকে মাত্র ৫ মিনিট রিকসায় গেলে নাটোর বাস স্ট্যান্ড এর একটু পরে   মাদ্রাসা মোড় থেকে একটু আগে  এই হোটেলটি অবস্থিত।এই হোটেলটিও মোটামুটি মধ্যম মানের ।এইখানে আপনি খুব সুলভ মূলে  রুম পেয়ে যাবেন  । চলুন এইবার এই হোটেলটি দেখা যাক

এই হোটেলগুলি ছাড়াও নাটোরে আরও কিছু মধ্যম মানের হোটেল আছে। চলুন হোটেlল গুলোর  নম্বরগুলি দেখা যাক ।

হোটেল ভি.আই.পি (0771-6609701718-673735)

নাটোরে আরও কিছু হোটেলঃ

 হোটেল রুখসানায় (0771-6243101739-987017)

সিংগেল কেবিন ২৫০ থেকে ৩০০ ,

 ডাবল কেবিন ৫০০ থেকে ৬০০ টাকা ভাড়ায় রাত্রি যাপন করতে পারবেন।
এছাড়া যোগাযোগ করতে পারেন সার্কিট হাউস নাটোর (0771-66932),

নাটোর সদর ডাক বাংলো, হোটেল প্রিন্স (0771-6135601746-029429), নাটোর বোর্ডিং (0771-62001),

হোটেল রাজ (0771-6666001727-371500)

কোথায় খাবেনঃ

খাবারের  জন্য নাটোরে বেশকিছু বিভিন্ন মানের রেস্টুরেন্ট রয়েছে। আপনাদের  পছন্দ মত যেকোন রেস্টুরেন্টে সকাল, দুপুর রাতের খাবার খেতে পারবেন । নাটোরে কম খরচে খাওয়ার জন্য ইসলামিয়া পঁচুর হোটেলের বেশ সুনাম আছে । এছাড়াও  রেলস্টেশনের কাছেই নয়ন হোটেলের খাবারও বেশ ভাল। সমগ্র বাংলাদেশে চলনবিল ও হালতির বিল এর সুস্বাদু মাছের সুনাম ছড়িয়ে আছে।  নাটোর ভ্রমনকালে অবশ্যই নাটোরের মাছ খেতে ভুলবেন না সাথে নাটোরের বিখ্যাত কাঁচাগোল্লা খেয়ে  ও সাথে করে নিয়ে আসতে ভুলবেন না ।কাঁচাগোল্লার জন্য নাটোরের বিখ্যাত একটি হোটেল হল হোটেল মৌচাক। এছাড়াও কালীবাড়ি মিষ্টির দোকানের কাঁচাগোল্লার ও বেশ সুনাম আছে ।   

 

Youtube video Link: https://youtu.be/prqYwokEcwo

#Natore #foodinnatore #kachagolla #BengaliFood#BangladeshiStreetFood