যেদিকে চোখ যায় শুধু নীল আর নীল, আকাশ আর সমুদ্রের নীল সেখানে মিলেমিশে একাকার।সেন্ট মার্টিন’স দ্বীপ (Saint Martin’s Island) বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে অবস্থিত একটি প্রবালদ্বীপ (Coral Island) । স্থানীয় ভাষায় সেন্টমার্টিনকে নারিকেল জিঞ্জিরা ও দারুচিনি দ্বীপ বলেও ডাকা হয়।কথিত আছে যে সাত শতকের প্রথম ভাগে প্রতিকুল আবহাওয়ার মধ্যে এখানে দারুচিনি বোঝাই আরবের একটি বাণিজ্যিক জাহাজ পানির নীচে থাকা একটি বিশাল পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে ভেঙ্গে পড়ে। এতে করে জাহাজে থাকা দারুচিনি এই দ্বীপের সবখানে ছড়িয়ে যায় এইভাবেই সেন্ট মারটিন’স দ্বীপের নাম হয়ে যায় ‘দারুচিনির দ্বীপ’।
সেন্টমারটিন ভ্রমনে সর্বনিম্ন খরচঃ
★★৪ জনের একটা টিম হলে ৪৪০০ টাকা জনপ্রতি হিসাবে আপনি সেন্টমার্টিন ২ দিন ১ রাত আরামে ঘুরে আসতে পারবেন।
★★নিচে সর্ব নিম্ন খরচের হিসাব দেওয়া হলঃ(ব্যক্তিগত খরচ বাদে)
১.★ নন এসি বাস ভাড়া আপ ডাউন ঢাকা টেকনাফ ঢাকা ১০০০+১০০০ = ২০০০ টাকা।
২.★ টেকনাফ টু সেন্টমার্টিন জাহাজ ভাড়া মেইন ডেক(কেয়ারি সিন্দাবাদ) = ৯৫০ টাকা
৩.★থাকার হোটেল ১ রাত = ১৫০০/৪=৩৭৫ টাকা।
৪.★ প্রতিবেলা মেইন ফুড ৪ বেলা = ১৫০ * ৪ = ৬০০ টাকা
৫.★ নাস্তা ২ দিন = ১০০ টাকা
৬.★ছেঁড়া দ্বীপের ট্রলার ভাড়া(আপ ডাউন) = ২৫০ টাকা
৭.★ভ্যান ভাড়া জন প্রতি হোটেলে যাওয়া+আসা= ৪০০/৪=১০০ টাকা
----------------------------------------------------------
সেন্টমারটিন ভ্রমনে মোট খরচ = ৪৩৭৫ টাকা।
সেন্টমার্টিনে হোটেল এবং শিপ রিজার্ভ করার কনটাক্ট নাম্বারের বিস্তারিতঃ https://youtu.be/W1dyapJ8CwI
সেন্টমার্টিনে ৩৪ টি হোটেলের রিভিও এবং নাম্বার - https://youtu.be/XdoxIu7imY4
সেন্টমার্টিনে লো বাজেট হোটেল - https://youtu.be/h38alFtLwCc
সেন্টমারটিন গেলে যেখানে ঘুরবেনঃ
১) সেন্টমার্টিন পুরো দ্বীপ (saint martin) ২) ছেড়াদ্বীপ (Chera Dwip)
টেকনাফ জেটিঘাট হতে সকাল ৯ঃ৩০ - ৯ঃ৩০ এ সেন্ট মার্টিন গামী শিপে উঠলে দুপুর ১২ টার মধ্য সেন্ট মার্টিনে নামিয়ে দিবে (২ ঘণ্টা + সময় লাগে)। সেন্ট মার্টিনের আসল মজা একরাত না থাকলে উপভোগ করা সম্ভব নয়। সেক্ষেত্রে ১ম দিন সেন্ট মার্টিন দ্বীপে ঘুরবেন, পরের দিন সকাল ভোরে ছেঁড়া দ্বিপ ঘুরে ১২ টার মধ্য ফিরে আসবেন এবং কিছুটা সময় সমুদ্রে জলকেলি করে দুপুরের খাবার খেয়ে বিকাল ৩ টার শিপ ধরবেন।
★ছেড়া দ্বীপের যাওয়ার জন্য ট্রলার ছাড়ার টাইম সকাল ৭ টা থেকে দুপুর ১২ঃ০০ পর্যন্ত । বিকাল ৩ঃ০০ - ৪ঃ০০ পর্যন্ত । ট্রলার (লাইফ বোর্ড) ভাড়া - ২৫০ টাঁকা ।
★সেন্টমার্টিনে সাইকেল ভাড়া = ৪০ টাঁকা ঘন্টা তবে বেশি সময়ের জন্য নিলে কম টাকায় নিতে পারবেন আমরা ৪ ঘন্টার জন্য ১২০ টাঁকা দিয়েছি । সেন্টমার্টিন গেলে কোথায় খাবেনঃ সমুদ্রে গেলে সাধারনত সি ফুড খাওয়াই উত্তম। সেন্টমার্টিন বাজারে, বিচের পাড়ে, যে রিসোর্টে / হোটেলে থাকবেন যেখানেই সুযোগ পাবেন সামুদ্রিক মাছ ট্রাই করবেন। কোরাল মাছ বার বি কিউ বেস্ট, রুপচাদা, রেড স্ন্যাপার, লইট্টা ফ্রাই, টুনা ফিশ,কাঁকড়া ইত্যাদি ট্রাই করতে পারেন তবে খাবার আগে অবশ্যই দামাদামি করে নিতে ভুলবেন না কারণ দামাদামি করে না খেলে অনেক বেশি চার্জ করবে ।
সেন্টমারটিনে সামুদ্রিক খাবার - https://youtu.be/32AjVMUEYTM
youtube video: https://youtu.be/m09Gj7tfhl4
বিঃদ্রঃ- যেকোন প্রকার ময়লা আবর্জনা ফেলা থেকে বিরত থাকুন। সেন্টমার্টিন যাওয়ার আগে আবহাওয়ার খোজ খবর নিয়ে যাবেন।
0 মন্তব্যসমূহ