Best Saint Martin Resorts | সেন্টমার্টিনে বীচের পাশে সেরা ১৭ টি রিসোর্ট | Sea View Resort/Hotels


 

সেন্টমার্টিন  বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ  । বালুকাময় সৈকত, সুনীল জলরাশি, আর সারি সারি নারিকেল গাছের  টানে প্রতিবছর হাজার হাজার পর্যটক ছুটে আসে এই দ্বীপে । পর্যটকদের চাহিদা মিটাতে এখানে গড়ে উঠেছে নানা মানের হোটেল রিসোর্ট। চাহিদার তুলনায় এইখানে হোটেল বা রিসোর্ট এর পরিমান কম থাকায় রুম পেতে অনেকের ই কষ্ট করতে হয়    সেন্টমার্টিন এরহোটেল নিয়ে আমরা গত বছর ও কয়েকটি ভিডিও পাবলিশ করেছিলাম ।আপনারা অনেকেই সমুদ্রের পাশে যেসব রিসোর্ট আছে সেইসব রিসোর্ট সম্পর্কে আমাদের কাছে জানতে চেয়েছিলেন  ।তাই  আমরা  এই ভিডিও তে   চেষ্টা করেছি সেন্টমার্টিনে সমুদ্র লাগুয়া যেসব রিসোর্ট আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে ।   

 

প্রাসাদ প্যারাডাইস রিসোর্ট -

সেন্টমার্টিন বাজারের উত্তরে ১৬টি রুমের "প্রাসাদ প্যারাডাইস হোটেল এন্ড রিসোর্ট " একটি উন্নত মানের অভিজাত হোটেল যা সমুদ্র পাড়ে অবস্থিত জনপ্রিয় হোটেল হিসেবে বীচের পাশে মনোরম পরিবেশে এখানে আনন্দে রাত্রিযাপনের সুযোগ রয়েছে এই রিসোর্টে কাপল বেডের ভাড়া ৪০০০ টাকা , ৩ জনের রুমের ভাড়া ৪৫০০ টাকা, ৪ জনের রুমের ভাড়া ৫০০০ টাকা এবং ডরমেটরি রুমের ভাড়া ৬০০০ টাকা

 

 

ব্লু লেগুণ রিসোর্ট –

সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিম কোণে অবস্থিত ব্লু লেগুন রিসোর্টের প্রতিটি কক্ষে ২ থেকে ৪ জন থাকার ব্যবস্থা রয়েছে  এই রিসোর্টে ডাবল এবং সিঙ্গেল সহ সকল রুমের ভাড়া ২৫০০ টাকা

 

সমুদ্র কুটির রিসোর্ট

সেন্টমার্টিনের দক্ষিণ বীচের কোণাপাড়ায় সমুদ্র কুটির রিসোর্টটি অবস্থিত এই রিসোর্টে ২০ টি রুম রয়েছে যার মধ্য ১৮ টি ডাবল বেডের রুম এবং ২টি কাপল রুম রয়েছে এই রিসোর্টে  ডাবল রুমের ভাড়া ৩৫০০ টাকা আর কাপল রুমের ভাড়া ৪০০০ টাকা

 

দ্যা বীচ ক্যাম্প রিসোর্ট সেন্টমার্টিন

যারা বিচের কাছে তাবুতে থাকতে চান তাদের জন্যে বীচ ক্যাম্প এটি ভাল জায়গা এই রিসোর্টের কাপল  রুমের ভাড়া ৩০০০ টাকা এবং ৪ জনের রুমের ভাড়া  ৩৫০০ টাকা যারা বীচ ক্যাম্পিং করতে পছন্দ করেন তাদের জন্য সুখবর হলো  দ্যা বীচ ক্যাম্প রিসোর্টে তাবুতে থাকার ব্যাবস্তা রয়েছে এই সব তাবুর ভাড়া ১৫০০-৩৫০০ টাকা হয়ে থাকে চলুন দ্যা বীচ ক্যাম্প রিসোর্টে ক্যাম্পিং এর ব্যাপারে বিস্তারিত জেনে নেই

 

সি টি বি রিসোর্ট

সেন্ট মারটিনে পশ্চিম বীচে অবস্থিত সি টি বি রিসোর্টের ২য় তলায় প্রতিটি রুমের ভাড়া ৩৫০০ টাকা এবং নিচ তলায় প্রতিটি রুমের ভাড়া ৩০০০ টাকা এই রিসোর্টে নিজস্ব রেস্তোরায় খাবার এবং বারবিকিঊ করার ব্যাবস্তা রয়েছে   

 

কিংশুক ইকো রিসোর্ট

সেন্ট মারটিনে এসে প্রকৃতির সাথে মিসে যাওয়ার জন্যে সেন্ট মারটিনের পশ্চিম বিচে এই রিসোর্টটি অন্যতম এই রিসোর্টের কিছু রমের জানালা দিয়ে সাগর দেখা যায় তাবুতে থাকার ব্যাবস্থাও অসাধারণ গলাচিপার কাছে এই রিসোর্টের, ভাড়া ২৫০০-৪০০০ টাকা

 

সায়রি ইকো রিসোর্ট

দক্ষিণ বীচে নজরুল পাড়ায় অবস্থিত সায়রী ইকো রিসোর্ট নান্দ্যনিকতায় অনন্য সায়রী ইকো রিসোর্টের বিভিন্ন ক্যাটাগরির ১৮ টি রুম রয়েছে এই রিসোর্টে কাপল রুমের ভাড়া ১৮০০ টাকা , জনের রুমের ভাড়া ২২০০ টাকা, আর উডেন কটেজ এবং বেম্বো কটেজের ভাড়া  ৩৫০০ টাকা , উডেন কটেজ গুলোতে জন করে থাকা যাবে ডরমেটরি রুমের ভাড়া ৩৫০০ টাকা , ডরমেটরিতে রুমে জন থাকা যাবে এছাড়া এই রিসোর্টে ট্রেন্টে থাকার ব্যবস্তা রয়েছে , ট্রেন্টে জন থাকা যায় , ট্রেন্ট ভাড়া ১০০০ টাকা কাপল তাবুর ভাড়া ১৫০০ টাকা জনের তবু ২০০০ টাকা এবং জনের তাবু ভাড়া ২৫০০ টাকা আর জনের তাবু ৩৫০০ টাকা

 

নিসর্গ কুটির -

সেন্ট মারটিনে পশ্চিম বিচে নিসর্গ কুটির বেশ নান্দনিক একটি রিসোর্ট এই রিসোর্টটি একদম বিচ সংলগ্ন এবং নিরিবিলি এই রিসোর্টে ১৫ টি জনের কটেজ এবং জনের টি কটেজ সহ মোট ১৭টি রুম রয়েছে প্রতি রুমের ভাড়া ৪০০০-৫০০০ টাকা এবং বিচ সংলগ্ন একটি রেস্টুরেন্ট রয়েছে একদম বিচের উপর এই রিসোর্টের নান্দনিকতা যে কাউকে মুগ্ধ করবে

 

 

ড্রিম নাইট রিসোর্ট

সেন্টমারটিনের পশ্চিম বীচের শেষ প্রান্তে অবস্থিত ড্রিম নাইট রিসোর্টের প্রতি কক্ষে ২ থেকে ৪ জনের রাত্রিযাপনের সুযোগ রয়েছে ১৬ রুম বিশিষ্ট এই রিসোর্টে ১২ টি ডাবল বেড রুম পাবেন যার প্রতিটির ভাড়া ২৫০০ টাকা এবং ৪টি কাপল রুম রয়েছে যার প্রতিটির ভাড়া ২০০০-৩০০০ টাকা প্রতিরাত ড্রিম নাইট রিসোর্টে গেস্টদের জন্য খাবারের ব্যবস্থা আছে

 

পান্না রিসোর্টঃ

সেন্ট মারটিনে পশ্চিম বীচে অবস্থিত পান্না রিসোর্টটি কম খরচে সাগর লাগোয়া পরিচ্ছন্ন রিসোর্টগুলোর মধ্যে অন্যতম পান্না রিসোর্টে প্রতি রাতের জন্য রুম ভাড়া গুনতে হবে ৩০০০ টাকা

 

দ্যা আটলান্টিক রিসোর্ট -

সেন্টমারটিনের পশ্চিম বীচে অবস্থিত দ্যা আটলান্টিক রিসোর্টে ৪৩ টি কক্ষ রয়েছে এই রিসোর্টে খরচ একটু বেশি হলেও এর মান বেশ ভাল এই রিসোর্টে ৩ য় তলায়  ভিআইপি কাপল রুমের ভাড়া ৬৫০০ এবং ভিআইপি ডাবল রুমের ভাড়া  ৮৫০০ টাকা

২ য় তলায় ৩ জনের রুমের ভাড়া ৫০০০ টাকা এবং ৪ জনের রুমের ভাড়া ৫৫০০ টাকা   ৬ জনের রুমের ভাড়া ৭৫০০ টাকা এবং কাপল বেডের ভাড়া ৪০০০ – ৫০০০ টাকা

নীচতলায় কাপল বেডের ভাড়া ৪০০০-৪৫০০ টাকা ৩ বেডের ভাড়া ৪৩০০ টাকা   ৪ জনের বেডের ভাড়া ৪৫০০ টাকা আপডেট ভাড়ার লিস্ট atlanticresort এর ওয়েব সাইডে পাবেন

 

সমুদ্র বিলাস-

সেন্ট মার্টিন জেটি ঘাট থেকে ১০/১২ মিনিট হাটা পথ দূরত্বে দ্বীপের পশ্চিম পাশে জেটির ঠিক বিপরীতে সমুদ্র বিলাসের অবস্থান ভ্যান গাড়িতে গেলে সময় লাগবে মাত্র ৫ মিনিট সমুদ্র বিলাস রিসোর্টে কাপল বেডের ভাড়া ৩৫০০ টাকা এবং ৩ জনের বেড ও ৪ জনের বেডের ভাড়া ৪০০০ টাকা

 

 

 

সি ফাইন্ড রিসোর্ট-

বিচের খুব কাছে ভাল মানের এই রিসোর্টির অবস্থান পশ্চিম বিচে সি ফাইন্ড রিসোর্টে নন এসি রুম ২৫০০-৫০০০ এবং এসি রুম ১০,০০০ টাকা

কোরাল ভিও রিসোর্ট-

সেন্টমারটিনের পূর্ব  বিচে এর অবস্থান জেটি থেকে দূরে বলে ভ্যান বা বোট নিয়ে যেতে হয় রিসোর্টটি নৌবাহিনী পরিচালনা করে এর আয়তন অনেক বড়ো এবং রুম থেকে সমুদ্র দেখা যায় রিসোর্টের সামনে একটি সবুজ মাঠ রয়েছে একে হেলিপ্যাড হিসেবে ব্যবহার করা হয় আছে নিজস্ব রেস্টুরেন্ট রুমপ্রতি ভাড়া ২,৫০০-৬,০০০ টাকা

 

প্রিন্স হ্যাভেন রিসোর্ট

সেন্ট মারটিনে উত্তর বিচে অবস্থিত প্রাসাদ প্যারাডাইস সংলগ্ন প্রিন্স হেভেন রিসোর্টে মোট ২৪ টি কক্ষ এবং একটি রেস্টুরেন্ট রয়েছে প্রিন্স হেভেন রিসোর্টের রুম ভাড়ার পরিমাণ ২৫০০-৩,৫০০ টাকা

 

ব্লু মেরিন রিসোর্ট -

জেটি থেকে সামান্য দূরে অবস্থিত হোটেলটির অবকাঠামো চমৎকার তিন তলা বিশিষ্ট এ হোটেলে ৩৪টি বিলাসবহুল রুমসহ নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে বাজারের কাছে বলে এর আশপাশে মানুষের সমাগম খুব বেশি এছাড়া রুম থেকে সরাসরি বিচ দেখা যায় না রুম ভাড়া ৩০০০-১৫০০০ হাজার টাকা পর্যন্ত

শাহিন রিসোর্ট

সেন্টমারটিনের পশ্চিম বিচের কাছাকাছি ১ টি রিসোর্টের নাম শাহিন রিসোর্ট এই রিসোর্টি থেকে সরাসরি সমুদ্র দেখা না গেলেও লো বাজেটের হোটেল হওয়ার কারনে অনেকেই এই রিসোর্টিকে বেঁচে নেয় এই রিসোর্ট থেকে পশ্চিম বিচে হেঁটে জেতে সময় লাগে মাত্র ৩-৪ মিনিট শাহিন রিসোর্টের প্রতিটি রুমের ভাড়া ১৫০০-২০০০ টাকা আর ১ রুমে ৪ জন থাকা যায়      

 

সেন্টমারটিনের রিসোর্ট সমুহের ফেইসবুক লিংক এবং বুকিং করার নাম্বার আমাদের ভিডিও ডিসক্রিপসনে পাবেন আর সেন্টমারটিনের রিসোর্ট সম্পর্কিত তথ্য জানতে আমাদের কমেন্ট করুন আমরা ans দিবো ইনশাল্লাহ  

 

Video link: https://youtu.be/FC2FvuDZaXo


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ