হরিণমারা ট্রেইল

মিরসরাই অঞ্চলে সবচাইতে সহজ এবং সুন্দর ট্রেইল হলো হরিণমারা ট্রেইল। এই ঝর্ণার কুমে যখন কোন হরিন পানি খেতে আসতো তখন হরিণ শিকার করা হতো বলে এর নাম হরিণমারা ট্রেইল। 

এই ট্রেইলে দেখতে পাবেন

১।হরিণমারা ঝর্না

২। হাঁটুভাঙ্গা ঝর্না (Horinmara Hatuvanga Trail)

৩।সর্পপ্রপাত ঝর্ণা।

৪।বাওয়াছরা লেক/নিলম্বর লেক

কিভাবে যাবেন?

ঢাকা থেকেঃ

হরিন মারা  ট্রেইল এর  অবস্থান চট্টগ্রামের সীতাকুণ্ডে। ঢাকা থেকে বাস এবং ট্রেন ভাবেই সীতাকুণ্ড যাওয়া যায় ঢাকা টু ফেনী নন এসি স্টার লাইন বাস এর টিকেট ৪৩০ টাকা। এসি বাস ভাড়া ৪৮০ টাকা। ফেনী মহিপাল বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে লোকাল বাসে ছড়ে এখন আমরা সীতাকুণ্ডের যেতে পারেন। বাস ভাড়া নিবে জনপতি ৮০-১০০ টাকা। সরাসরি সীতাকুণ্ড যেতে চাইলে ঢাকা থেকে চট্টগ্রাম গামী যেকোনো বাসে উঠে নামতে হবে ছোট দারোগার হাট বাস / ছোট কমলদহ বাজার বাস স্ট্যান্ড ভাড়া নিবে ৬৮০ টাকা এবং এসি ১৪০০ টাকা।

চট্টগ্রাম থেকেঃ

যদি আপনি চট্টগ্রাম শহর থেকে আসেন, চট্টগ্রাম শহর এর অলংকার মোড় থেকে চয়েস বাস ছোট দারোগার হাট বাজার/ ছোট কমলদহ বাজার বাস স্ট্যান্ড যায়। ভাড়া নেয় জন প্রতি ৮০-১০০ টাকা করে । সেই বাজারের পরের রাস্তা ধরে পূর্বদিকে গেলে একটি রাস্তা পাবেন ,সেই রাস্তা ধরে হরিন মারা   যেতে হবে।

ট্রেনে কিভাবে যাবেন?

 ট্রেনে যেতে হলে আপনাকে রাত ১০:৩০ এর চট্টগ্রাম গামী মেইল ট্রেন ধরতে হবে ভাড়া নিবে ১২০ টাকা ট্রেন থেকে সীতাকুণ্ড নামতে হবে, মেইল ট্রেনে সিট পাওয়া যায় না তাই আরামের কথা চিন্তা করলে রাতের তুরনা নিশিতা ট্রেনে করে ফেনী নামতে পারেন ভাড়া নিবে আনুমানিক ৩৫০ টাকা , ফেনী রেল ষ্টেশন থেকে মহিপাল রিক্সা ভাড়া ৩০ টাকা , আর মহিপাল থেকে ছোট দারোগার হাট বাস স্ট্যান্ড বাস  ভাড়া ৮০-১০০ টাকা  

Youtube video link:

https://youtu.be/Tz7a4Z-rs2Y

প্রয়োজনীয় নম্বর সমুহঃ

নৌকার মাঝী

সুমন-01815338325

 

খাবার ,ও তাবু ভাড়া, কেম্পিং এর জন্য যোগাযোগঃ

বাউয়াছরা হোটেল অ্যান্ড এগ্রো

সেকান্দার মিয়া-01819635057

তানভীর-  01869446227

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ