সীতাকুণ্ড ইকো পার্কঃ

চট্রগ্রাম শহর থেকে খুব কাছের দূরত্বে অবস্থিত এই  সীতাকুণ্ড ইকো পার্ক

এইখানে আপনি দেখতে পাবেন দুইটি ঝর্ণা, এদের একটির নাম সহস্র ধারা ঝর্ণা এবং অন্যটি সুপ্তধারা ঝর্না। ঝর্না সমূহ আপনার মন ভরিয়ে দিতে সক্ষম। যদিও ঝর্ণার ধারে যেতে হলে আপনাকে পাহাড়ি রাস্তা বেয়ে উপরে এবং নিচে নেমে যেতে হবে পাড়ি দিতে হবে অনেক দুর্গম পথ। তবে অন্যান্য ট্রেইল এর তুলনায় এই পথ পাড়ি দেওয়া সোজা। আপনি যদি এডভেঞ্চার প্রিয় হন তবে এই সুযোগ লুফে নিতে পারেন। এইগুলো ছাড়াও সীতাকুণ্ড ইকো পার্কে রয়েছে অসংখ্য দুর্লভ গাছের সমষ্টি যা আপনি হয়ত কখনো দেখেননি।এইগুলো আপনার বৃক্ষ বিষয়ে ধারণাকে শাণিত করবে।

কিভাবে যাবেন?

ঢাকা থেকেঃ

সীতাকুণ্ড ইকো পার্ক এর  অবস্থান চট্টগ্রামের সীতাকুণ্ডে। ঢাকা থেকে বাস এবং ট্রেনভাবেই সীতাকুণ্ড যাওয়া যায় ঢাকা টু ফেনী নন এসি স্টার লাইন বাস এর টিকেট ৪৩০ টাকা। এসি বাস ভাড়া ৪৮০ টাকা। ফেনী মহিপাল বাস স্ট্যান্ডে নেমে সেখান থেকে লোকাল বাসে চড়ে সীতাকুণ্ডের যেতে পারেন। বাস ভাড়া নিবে জনপতি ৮০-১০০ টাকা। সরাসরি সীতাকুণ্ড যেতে চাইলে ঢাকা থেকে চট্টগ্রাম গামী যেকোনো বাসে উঠে নামতে হবে সীতাকুন্ড বাস স্টপেজ থেকেকিলোমিটার দূরে ফকিরহাট নামক জায়গায়  ভাড়া নিবে ৬৮০ টাকা এবং এসি ১৪০০ টাকা।  

চট্টগ্রাম থেকেঃ

যদি আপনি চট্টগ্রাম শহর থেকে আসেন, চট্টগ্রাম শহর এর অলংকার মোড় থেকে চয়েস বাস পেয়ে যাবেন সেই বাসে করে নামতে হবে  সীতাকুন্ড বাস স্টপেজ থেকেকিলোমিটার আগে ফকিরহাট নামক জায়গায়   ভাড়া নিবে জন প্রতি ৮০-১০০ টাকা করে সেইখানে আপনারা সীতাকুণ্ড ইকো পার্ক এর রাস্তা পেয়ে জাবেন।সেখান থেকে সি এন জি রিসার্ভ করে ঘুরে আসতে পারেন এই পার্কটি। সি এন জি ভাড়া ৫০০ টাকা।

ট্রেনে কিভাবে যাবেন?

 ট্রেনে যেতে হলে আপনাকে রাত ১০:৩০ এর চট্টগ্রাম গামী মেইল ট্রেন ধরতে হবে ভাড়া নিবে ১২০ টাকা ট্রেন থেকে সীতাকুণ্ড নামতে হবে, মেইল ট্রেনে সিট পাওয়া যায় না তাই আরামের কথা চিন্তা করলে রাতের তুরনা নিশিতা ট্রেনে করে ফেনী নামতে পারেন ভাড়া নিবে আনুমানিক ৩৫০ টাকা , ফেনী রেল ষ্টেশন থেকে মহিপাল রিক্সা ভাড়া ৩০ টাকা , আর মহিপাল থেকে সীতাকুণ্ড ইকো পার্ক বাস  ভাড়া ৮০-১০০ টাকা  

 

কোথায় থাকবেন

সীতাকুণ্ডে থাকার জন্য তেমন কোন ভালো মানের আবাসিক হোটেল নেই। সীতাকুণ্ড বাজারে কয়েকটি মাঝারি মানের আবাসিক হোটেল আছে। এছাড়া এখানে টেলি-কমিউনিকেশনের অধীনস্থ একটি ডাকবাংলো আছে। অনুমতি নিয়ে সেখানে থাকার চেষ্টা করতে পারেন। অতি সম্প্রতি সীতাকুণ্ড পৌরসভার ডি টি রোডে হোটেল সৌদিয়া নামে একটি আবাসিক হোটেল চালু হয়েছে। হোটেলটিতে ৮০০ থেকে ১৬০০ টাকায় কয়েক ধরণের রুম পাওয়া যায়। বুকিং দিতে ফোন করতে পারেন 01991-78797901816-518119 নাম্বারে।

 

কোথায় খাবেনঃ

দুপুরের খাবারের জন্য ইকো পার্কের গেইট বেশ কয়েকটা হোটেল আছে কিন্তু আপনারা চাইলে ড্রাইভার হোটেল থেকে খেয়ে আসতে পারেন।ড্রাইভার হোটেল যার অবস্থান ছোট কমলদাহ বাজার,মিরাসরাই। সীতাকুণ্ড এরিয়ার মধ্যে সব চেয়ে বেস্ট হোটেল হচ্ছে এই ড্রাইভার হোটেল। এই হোটেলে খাবারের দাম কম আর মানেও ভালো সব মিলিয়ে অসাদারন একটা হোটেল যে কোন সি এন জি ড্রাইভার কে বললে আপনাদের এই হোটেলে নামিয়ে  দিবে।

 

খরচ সমুহঃ

টিকেট ফী- ৩০ টাকা

সি এন জি প্রবেশ ফী-৫০ টাকা

পারকিং ফী-১০০ টাকা

আশেপাশে দর্শনীয় স্থানঃ

সীতাকুণ্ডে বেশ কিছু দর্শনীয় স্থান আছে।হাতে সময় থাকলে এই স্পট গুলি ভ্রমণ করতে পারেন :

  1. চন্দ্রনাথ পাহাড় মন্দির।
  2. গুলিয়াখালি সৈকত।
  3. বাঁশবাড়িয়া সৈকত।
  4. ঝরঝরি ঝর্ণা
  5. কুমিরা সন্দ্বীপ ফেরী ঘাট
  6. মিরসরাই এর খৈয়াছড়া ঝর্ণা
  7. নাপিত্তাছড়া ঝর্ণা
  8. কমলদহ ঝর্না

 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ