ছুটি রিসোর্ট
গাজীপুরের সুকুন্দি গ্রামে প্রায় ৫০ বিঘা জায়গার উপর যত্নে গড়ে তোলা হয়েছে ছুটি রিসোর্ট (Chuti Resort) । ভাওয়াল জাতীয় উদ্যান সংলগ্ন গ্রামীণ আবহে তৈরী এই অবকাশ কেন্দ্রে রয়েছে নৌকো ভ্রমণ এবং সংরক্ষিত বৃক্ষে বনে রয়েছে তাঁবু টানানোর ব্যবস্থা। এছাড়াও এইখানে আছে ছনের তৈরী ছোট্ট ঘর, রয়েছে কটেজ, মাছ ধরার ব্যবস্থা, অনেক বার্ড হাউস,বনের ভেষজ বাগান , ফল, সবজি এবং ফুলের বাগান, আধুনিক রেস্টুরেন্ট, দুটি পিকনিক স্পট, গ্রামীণ পিঠা পুলীর ব্যবস্থা, দুটি বড় খেলার মাঠ এবং কিডস জোন । ছুটি রিসোর্টে পাখির কলরব, শুনতে পাবেন শিয়ালের হাঁক, , জোনাকি আলো ও ঝিঁঝিঁ পোকার গুঞ্জন যা আপনাকে প্রতি মূহুর্তে গাঁয়ের রাতের কথাই মনে করিয়ে দেবে । আর যদি কোন ভরা পূর্ণিমায় ছুটি রিসোর্টে আসেন তখন নিকষ কালো অন্ধকারে ও জোছনার পূর্ণ পরিবেশ উপলব্ধি করতে পারবেন। কারণ পূর্ণিমা রাতে ছুটি রিসোর্টে কোন প্রকার বিদ্যুতিক আলো জ্বালানো হয় না। শৈশবের সেই দূরন্ত দিন, পূর্ণিমা বা বর্ষা উপভোগ করতে চাইলে ছুটি রিসোর্টই হচ্ছে অন্যতম আদর্শ স্থান। ছুটি রিসোর্টে আগত অথিতিদের উপহার দেওয়া হয় নানা ধরনের মৌসুমি ফল, আর সকালে নাস্তার আয়োজনে রয়েছে চালের রুটি, চিতই পিঠা, সবজি ডাল ভুনা, ও মুরগির গোশত পরিবেশন করা হয়।
মাছ ধরার ব্যবস্থা অথিতিদের কাছে ছুটি রিসোর্টের আকর্ষণ অনেক বাড়িয়ে তুলেছে । রিসোর্টের বিশাল তিনটি লেকে নির্দৃষ্ট খরচ প্রদান করে যেমন খুশি মাছ ধরা যায়। আগত অথিতিদের জন্য রয়েছে বিনোদনের বেবস্থা যেমন ক্রিকেট, ব্যাডিমিন্টন খেলার ব্যবস্থা।
আবাসনের জন্য এইখানে গড়ে তোলা হয়েছে ২১ টি এসি ও নন-এসি কটেজ । গ্রামীণ ও শহুরে স্থাপনার আদলের নির্মিত এই রিসোর্টে আরো রয়েছে আধুনিক সুইমিং পুল ও দুটি কনফারেন্স রুম। এই রিসোর্টের রেস্টুরেন্ট এ বাংলা , ইন্ডিয়ান , চাইনিজ , থাই ও কন্টিনেন্টাল দেশি ও বিদেশী খাবার পাওয়া যায়।
ভাড়া ও অন্যান্য খরচ
এই রিসোর্টে ২৪ ঘণ্টার জন্য অর্থাৎ ১ দিনের জন্য কটেজ ভাড়া নিতে প্রায় ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে ।
কনফারেন্স রুম এ ভাড়া নিতে ব্যয় করতে হয় প্রায় ২০ থেকে ৫০ হাজার টাকা । ১০০ থেকে ২০০
জনের পিকনিকের জন্য খরচ করতে হয় প্রায় ৯০ হাজার টাকা ।
কটেজ ভাড়া :
উডেন অর্থাৎ কটেজ – ৭৫০০ টাকা ।
ডুপ্লেক্স বাড়ি বা ভিলা –
৮০০০ টাকা ।
ডিলাক্স ডাবল কটেজ –
৬০০০ টাকা ।
প্রিমিয়াম ডাবল কটেজ – ৭০০০ টাকা ।
ভাওয়াল কটেজ – ১০০০০ টাকা ।
প্লাটিনাম কিং কটেজ – ৮০০০ টাকা ।
প্রিমিয়াম ডিলাক্স ভিলা – ৯০০০ টাকা ।
এক্সিকিউটিভ স্যুট – ১৩০০০ টাকা ।
ফ্যামিলি কটেজ ২ টি এসি রুম এবং অন্যান্য সুবিধাসহ - ১৪,০০০ টাকা।
রয়েল স্যুট – ১৭০০০ টাকা।
(বিঃ দ্রঃ সকল ২৫% ভ্যাট ও সার্ভিস চার্জ অবসশই দিতে হবে )
রুম বুকিং এর সাথে কমপ্লিমেন্টারি হিসেবে থাকবে স্পোর্টস জোন,কিডস জোন, হেলথ ক্লাব, সুইমিং পুল, প্লে গ্রাউন্ড, বোটিং, ব্রেকফাস্ট , পানি ইত্যাদি ।
অফার ও ডিসকাউন্ট
বিভিন্ন উপলক্ষে ছুটি রিসোর্টে ডিসকাউন্ট ও প্যাকেজ অফার থাকে। বর্তমানে কি কি অফার ও ডিসকাউন্ট চলছে তা জানতে দেখুন এইখানেঃ
http://www.chutiresort.com/offer.php
ছুটি রিসোর্টে ডে আউট(day out) প্যাকেজ
ছুটি রিসোর্টে ডে আউটের জন্যে রয়েছে বিশেষ ধরনের প্যাকেজ । সর্বনিম্ন ৭-৮ জনের গ্রুপের জন্যে সকালের নাস্তা , দুপুরের খাবার , ঐতিহ্যবাহী দেশীয় খাবার এবং পিঠা পুলি আর বিশ্রামের জন্যে রয়েছে এসি রুম । জনপ্রতি ২৫৩০ টাকা সারাদিনের জন্য খরচ করতে হবে । এক্তা ব্যাপার খেয়াল রাখবেন এইখানে যেতে হলে আগেই বুকিং করে যেতে হবে।
কিভাবে যাবেন ছুটি রিসোর্টঃ
নিজের বা গণপরিবহনে গাজীপুরের চৌরাস্তায় এসে সেখান থেকে নামলে হবে গাজীপুর ডিসি অফিস অর্থাৎ রাজবাড়ী যেতে হবে। ডিসি অফিসের ঠিক সামনে থেকে সিএন জি করে আমতলী বাজারের কাছেই সুকুন্দি গ্রামে এই রিসোর্টে যেতে পারবেন ।
ছুটি রিসোর্টের সাথে যোগাযোগের উপায়ঃ
ঠিকানা : ছুটি রিসোর্ট , সুকুন্দি , আমতলী ,
জয়দেবপুর , গাজীপুর ।
মোবাইল নাম্বার :
01777114499,01777114488
ওয়েবসাইট (WEBSIDE) : www.chutiresort.com
ফেসবুক( FACEBOOK): facebook.com/chutiresort
গাজীপুরের সুকুন্দি গ্রামে প্রায় ৫০ বিঘা জায়গার উপর যত্নে গড়ে তোলা হয়েছে ছুটি রিসোর্ট (Chuti Resort) । ভাওয়াল জাতীয় উদ্যান সংলগ্ন গ্রামীণ আবহে তৈরী এই অবকাশ কেন্দ্রে রয়েছে নৌকো ভ্রমণ এবং সংরক্ষিত বৃক্ষে বনে রয়েছে তাঁবু টানানোর ব্যবস্থা। এছাড়াও এইখানে আছে ছনের তৈরী ছোট্ট ঘর, রয়েছে কটেজ, মাছ ধরার ব্যবস্থা, অনেক বার্ড হাউস,বনের ভেষজ বাগান , ফল, সবজি এবং ফুলের বাগান, আধুনিক রেস্টুরেন্ট, দুটি পিকনিক স্পট, গ্রামীণ পিঠা পুলীর ব্যবস্থা, দুটি বড় খেলার মাঠ এবং কিডস জোন । ছুটি রিসোর্টে পাখির কলরব, শুনতে পাবেন শিয়ালের হাঁক, , জোনাকি আলো ও ঝিঁঝিঁ পোকার গুঞ্জন যা আপনাকে প্রতি মূহুর্তে গাঁয়ের রাতের কথাই মনে করিয়ে দেবে । আর যদি কোন ভরা পূর্ণিমায় ছুটি রিসোর্টে আসেন তখন নিকষ কালো অন্ধকারে ও জোছনার পূর্ণ পরিবেশ উপলব্ধি করতে পারবেন। কারণ পূর্ণিমা রাতে ছুটি রিসোর্টে কোন প্রকার বিদ্যুতিক আলো জ্বালানো হয় না। শৈশবের সেই দূরন্ত দিন, পূর্ণিমা বা বর্ষা উপভোগ করতে চাইলে ছুটি রিসোর্টই হচ্ছে অন্যতম আদর্শ স্থান। ছুটি রিসোর্টে আগত অথিতিদের উপহার দেওয়া হয় নানা ধরনের মৌসুমি ফল, আর সকালে নাস্তার আয়োজনে রয়েছে চালের রুটি, চিতই পিঠা, সবজি ডাল ভুনা, ও মুরগির গোশত পরিবেশন করা হয়।
মাছ ধরার ব্যবস্থা অথিতিদের কাছে ছুটি রিসোর্টের আকর্ষণ অনেক বাড়িয়ে তুলেছে । রিসোর্টের বিশাল তিনটি লেকে নির্দৃষ্ট খরচ প্রদান করে যেমন খুশি মাছ ধরা যায়। আগত অথিতিদের জন্য রয়েছে বিনোদনের বেবস্থা যেমন ক্রিকেট, ব্যাডিমিন্টন খেলার ব্যবস্থা।
আবাসনের জন্য এইখানে গড়ে তোলা হয়েছে ২১ টি এসি ও নন-এসি কটেজ । গ্রামীণ ও শহুরে স্থাপনার আদলের নির্মিত এই রিসোর্টে আরো রয়েছে আধুনিক সুইমিং পুল ও দুটি কনফারেন্স রুম। এই রিসোর্টের রেস্টুরেন্ট এ বাংলা , ইন্ডিয়ান , চাইনিজ , থাই ও কন্টিনেন্টাল দেশি ও বিদেশী খাবার পাওয়া যায়।
ভাড়া ও অন্যান্য খরচ
এই রিসোর্টে ২৪ ঘণ্টার জন্য অর্থাৎ ১ দিনের জন্য কটেজ ভাড়া নিতে প্রায় ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত হয়ে থাকে ।
কনফারেন্স রুম এ ভাড়া নিতে ব্যয় করতে হয় প্রায় ২০ থেকে ৫০ হাজার টাকা । ১০০ থেকে ২০০
জনের পিকনিকের জন্য খরচ করতে হয় প্রায় ৯০ হাজার টাকা ।
কটেজ ভাড়া :
উডেন অর্থাৎ কটেজ – ৭৫০০ টাকা ।
ডুপ্লেক্স বাড়ি বা ভিলা –
৮০০০ টাকা ।
ডিলাক্স ডাবল কটেজ –
৬০০০ টাকা ।
প্রিমিয়াম ডাবল কটেজ – ৭০০০ টাকা ।
ভাওয়াল কটেজ – ১০০০০ টাকা ।
প্লাটিনাম কিং কটেজ – ৮০০০ টাকা ।
প্রিমিয়াম ডিলাক্স ভিলা – ৯০০০ টাকা ।
এক্সিকিউটিভ স্যুট – ১৩০০০ টাকা ।
ফ্যামিলি কটেজ ২ টি এসি রুম এবং অন্যান্য সুবিধাসহ - ১৪,০০০ টাকা।
রয়েল স্যুট – ১৭০০০ টাকা।
(বিঃ দ্রঃ সকল ২৫% ভ্যাট ও সার্ভিস চার্জ অবসশই দিতে হবে )
রুম বুকিং এর সাথে কমপ্লিমেন্টারি হিসেবে থাকবে স্পোর্টস জোন,কিডস জোন, হেলথ ক্লাব, সুইমিং পুল, প্লে গ্রাউন্ড, বোটিং, ব্রেকফাস্ট , পানি ইত্যাদি ।
অফার ও ডিসকাউন্ট
বিভিন্ন উপলক্ষে ছুটি রিসোর্টে ডিসকাউন্ট ও প্যাকেজ অফার থাকে। বর্তমানে কি কি অফার ও ডিসকাউন্ট চলছে তা জানতে দেখুন এইখানেঃ
http://www.chutiresort.com/offer.php
ছুটি রিসোর্টে ডে আউট(day out) প্যাকেজ
ছুটি রিসোর্টে ডে আউটের জন্যে রয়েছে বিশেষ ধরনের প্যাকেজ । সর্বনিম্ন ৭-৮ জনের গ্রুপের জন্যে সকালের নাস্তা , দুপুরের খাবার , ঐতিহ্যবাহী দেশীয় খাবার এবং পিঠা পুলি আর বিশ্রামের জন্যে রয়েছে এসি রুম । জনপ্রতি ২৫৩০ টাকা সারাদিনের জন্য খরচ করতে হবে । এক্তা ব্যাপার খেয়াল রাখবেন এইখানে যেতে হলে আগেই বুকিং করে যেতে হবে।
কিভাবে যাবেন ছুটি রিসোর্টঃ
নিজের বা গণপরিবহনে গাজীপুরের চৌরাস্তায় এসে সেখান থেকে নামলে হবে গাজীপুর ডিসি অফিস অর্থাৎ রাজবাড়ী যেতে হবে। ডিসি অফিসের ঠিক সামনে থেকে সিএন জি করে আমতলী বাজারের কাছেই সুকুন্দি গ্রামে এই রিসোর্টে যেতে পারবেন ।
ছুটি রিসোর্টের সাথে যোগাযোগের উপায়ঃ
ঠিকানা : ছুটি রিসোর্ট , সুকুন্দি , আমতলী ,
জয়দেবপুর , গাজীপুর ।
মোবাইল নাম্বার :
01777114499,01777114488
ওয়েবসাইট (WEBSIDE) : www.chutiresort.com
ফেসবুক( FACEBOOK): facebook.com/chutiresort
0 মন্তব্যসমূহ