মাওয়া ঘাট,পদ্মাসেতু, নদী ভ্রমণ, পদ্মার ইলিশ খাওয়া

 মাওয়া ঘাট,পদ্মাসেতু, নদী ভ্রমণ, পদ্মার ইলিশ খাওয়া


 

মাওয়া   ঘাট (Mawa Feri Ghat) নদী ভ্রমণ  ইলিশ ভোজন এর জন্যে জনপ্রিয় একটি জায়গা। মাওয়া ফেরি ঘাটের পাড়ে রয়েছে বেশকিছু খাবার হোটেল এবং এইখানে চাইলে বোট ভাড়া করে ঘুরা যায় । দেশের বিভিন্ন স্থান থেকে ইলিশ খাওয়ার জন্য অনেকেই মাওয়া ঘাটে ছুটে আসেনচাইলে মাটড়ো ৫০০ টাকায় খাওয়াদাওয়া সহ এই যায়গা ঘুরা  যায়।

ঢাকার কাছে অবস্থান হওয়ায় চট করে পদ্মা পাড়ের এই মাওয়া ফেরি ঘাট হতে দিনে গিয়ে দিনেই ঘুরে আসা যায়। তাই একদিনের ভ্রমণ করার জায়গা হিশেবে অনেকের কাছে মাওয়া ঘাট অনেক জনপ্রিয় একটি স্থান।

কিভাবে যাবেনঃ

ঢাকার গুলিস্তান যাত্রাবাড়ী থেকে বিআরটিসি কিংবা ইলিশ পরিবহণের বাসে চড়ে টাকা ভাড়ায় সরাসরি মাওয়া ঘাটে যেতে পারবেন। এছাড়া মিরপুর ১০, ফার্মগেট, শাহবাগ থেকে স্বাধীন পরিবহণ মাওয়া ফেরি ঘাটের পথে যাত্রা করে।

কি খাবেনঃ


 

মাওয়া ঘাটেই রয়েছে অনেক খাবারের হোটেল। সব হোটেলেই ইলিশ ভাজা পাওয়া যায়। তবে দাম অনেক বেশি । আপনি চাইলে নিজে দেখে শুনে ইলিশ কিনে নিয়ে ভেঁজে নিতে পারবেন। খাবারের আরো স্বাদ বৃদ্ধির জন্য ভাতের সাথে ইলিশের ফেনা ওঠা গরম তেল আর শুকনা রিচ  মেখে নিতে পারেন। সাইজভেদে ইলিশ ভাজার দাম ৮০ থেকে ১০০ টাকা

কোথায় ঘুরবেনঃ   


 

মাওয়া ঘাটে না খেয়ে চাইলে চলে যেতে পারেন পদ্মার ওপারে কাওড়াকান্দি ঘাটের কাছের হোটেলগুলোয়ঘাটে অনেক স্পিড বোড এবং ট্রলার পাওয়া যায় ছাইলে পদ্মা সেতু দেখে আসতে পারেন। স্পিড বোড  রিসার্ভ ভাড়া ১০০০ থেকে ১৫০০ টাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ