সারা রিসোর্ট
ঢাকার খুব কাছেই পরিবার পরিজন কিংবা প্রিয় মানুষের সাথে একান্তে সময় কাটাতে সারা রিসোর্ট একটি অন্যতম ভ্রমন স্থান। এটি গাজীপুর এর রাজাবাড়িতে অবস্থিত। চমৎকার পরিবেশ এবং শিশুদের প্রতি যত্নবান হওয়ার জন্য সারা রিসোর্ট অল্প সময়ে মানুষের কাছে অনেক জনপ্রিয় হয়ে উঠেছে। প্রায় ২০০ বিঘার উপর তৈরি করা এই সারা রিসোর্টে আছে ৬ টি বাংলো,টাওয়ার,ওয়াটার লজ,৯ ডি মুভি থিয়েটার। ভি আর গেইমস, মিনি বার,জিম,জাকোজি,কিডস জোন,মাড হাউস, আউটডোর গেইম ও ইনডোর গেইম,বোট রাইডিং,সাইকেল রাইডিং,মিনি চিরিয়াখানা ইত্যাদি। আপনার ইচ্ছে হলে ফানুশ কিংবা ঘুরি অ উরাতে পারবেন।এছাড়াও যেকোনো অনুষ্ঠান যেমন জন্মদিন, পিকনিক,এনিভারসারি,যে কোন ধরনের সভা ও সেমিনার আয়োজন এর সুবেবস্থা আছে।
কিভাবে যাবেন?
বেক্তিগত পরিবহন অথবা বাসে চড়ে সহজেই সারা রিসোর্ট যাওয়া যায়। ঢাকার বিমানবন্দর এবং মহাখালী বাস স্ট্যান্ড থেকে ময়মনসিংহ রোড ধরে রাজেন্দ্রপুর চৌরাস্তা হয়ে কেনটনমেনত গমনকারি বাসে রাজাবাড়ি বাস স্ট্যান্ডে নামতে হবে। রাজাবাড়ি বাস স্ট্যান্ড থেকে ডানদিকে মোড় নিয়ে ২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে বা দিকের রাস্তা ধরে কিছুটা পথ এগিয়ে গেলেই পেয়ে যাবেন সারা রিসোর্ট।
খরচ ও পেকেজের তথ্য?
ডে লং অফারঃ
১ জনের জন্য দুপুরের খাবার, সুইমিংপুল, বোটিং,ওয়াই-ফাই সুবিধা সহ পেকেজ মাত্র ৩০০০ টাকা ডে লং পেকেজে সকাল ৯ টা থেকে সন্ধে ৬ টা পর্যন্ত থাকা যায়।
সামার অফারঃ
দুইজন এর জন্য এক রাত থাকা,ব্রেকফাস্ট, লাঞ্চ,ডিনার,সুইমিংপুল,জীম,লিমিটেড আউটডোর একটিভিটিজ, বোটিং,ওয়াই-ফাই সুবিধা, ডিলাক্স টুইন /কিং রুম এ ১১৯৯০ এবং প্রিমিয়াম ভিলা কিং রুম এ ১৪৯৯০ টাকা।
0 মন্তব্যসমূহ